গোপালগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই ভাই নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে দুই ভাই নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার হিরণ্যকান্দি দক্ষিণপাড়া মসজিদের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল বাকী ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের মো. নিজাম উদ্দিনের দুই ছেলে মিঠুন মাতুব্বর (৩৪) ও অন্তর মাতুব্বর (১৯)। মিঠুন মালয়েশিয়াপ্রবাসী ছিলেন। অন্তর ভাঙ্গা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এসআই আবদুল্লাহ আল বাকী জানান, দুই ভাই মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে তাঁদের বাড়ি ভাঙ্গা উপজেলার নোয়াকান্দি গ্রামে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি কাশিয়ানীর হিরণ্যকান্দি দক্ষিণপাড়া মসজিদের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর ছিটকে পড়ে। এতে দুই ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিঠুন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ছোট ভাই অন্তর মাতুব্বরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্তরও মারা যান।
আবদুল্লাহ আল বাকী আরও জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।