সুনামগঞ্জের শাল্লা উপজেলায় খেলতে বের হয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শাল্লা উপজেলার কাশিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া ওই দুই শিশু হচ্ছে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের সরমা গ্রামের শাহনুর মিয়ার ছেলে দিয়ামিন মিয়া (৭) ও পাশের কাশিপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে ইউসুফ আলী (৫)। তাঁরা সম্পর্কে আপন খালাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে এই দুই শিশু গ্রামের পাশে খেলতে বের হয়। কিন্তু বেলা পড়ে আসার পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যায় কাশিপুর গ্রামের পাশের খালে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের লোকজন খাল থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই পানিতে ডুবে মারা যাওয়া শিশু দুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।