পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ওবায়দুল কাদের

পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার দুপুরে
ছবি: প্রথম আলো

পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচলের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর ভাষ্য, বাইকারদের জন্য বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজের জন্য মোটরসাইকেল চলাচলের সিদ্ধান্ত এবং নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবেই দেখতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেতুসচিব মো. মনজুর হোসেন, মুন্সিগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন প্রমুখ।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর প্রায় ১০ মাস পর আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে কয়েকটি শর্তে পদ্মা সেতুতে আবার মোটরসাইকেল চলাচল শুরু হলো।

এ বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর গত কয়েক মাস মোটরসাইকেল চলাচল বন্ধ ছিল। শুরুতে আমরা তীব্র সংকটের মুখে পড়ি। সে অবস্থায় আমরা মোটরসাইকেল বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। সময়ের পরিবর্তনে বাইকার যাঁরা আছেন, যাঁরা মোটরসাইকেলে যেতে–আসতে আগ্রহী, তাঁদের মধ্যে শৃঙ্খলাবোধ ও দায়িত্বশীলতা জাগ্রত হয়েছে বলে আমাদের বিশ্বাস।’

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের বিষয়ে প্রধানমন্ত্রীর আন্তরিকতার বিষয়টি তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দিলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ ছিল, তা ঈদ উপলক্ষে আবার চালু করা হবে।

পদ্মা সেতুতে বাইক চলাচলে নিয়মকানুন মনে করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, নিয়মকানুন মেনে চলতে হবে। যেমন ৬০ কিলোমিটার বেগে মোটরসাইকেল চালাতে হবে। সেতুর ওপরে গাড়ি থামিয়ে ছবি তোলা যাবে না এবং কোনো অবস্থাতেই লেন পরিবর্তন করা যাবে না। তিনি বলেন, ‘আমি আশা করি, যাঁরা সেতুতে মোটরসাইকেলে আসা-যাওয়া করবেন, তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কারণ, পদ্মা সেতু জাতির সম্পদ। এই সম্পদ সুশৃঙ্খলভাবে ব্যবহার করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। আশা করব, সবাই নিয়ম–শৃঙ্খলা মেনেই চলবেন।’

নিয়মগুলো মেনে চলাচল না করলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল আবারও নিষিদ্ধ হতে পারে বলেও সতর্ক করেছেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, ‘মোটরসাইকেলের কারণে যদি পদ্মা সেতুতে অন্যান্য যানবাহনের সংকট হয়, কোনো যানবাহনের অচলাবস্থা হয়, কারও অপব্যবহারের জন্য, নিয়মবিধি না মানার জন্য পদ্মা সেতুতে আবারও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হয়ে যেতে পারে। প্রধানমন্ত্রীর মর্যাদা যদি আপনারা রাখেন, তাহলে সব সময় পদ্মা সেতু খোলা থাকবে। প্রথম দিন সকাল থেকে বাইকাররা যে শৃঙ্খলাবোধের পরিচয় দিয়েছেন, তাতে আমরা খুশি। মোটরসাইকেল চলাচলের শৃঙ্খলাবোধের ভিডিও প্রধানমন্ত্রীকেও পাঠিয়েছি।’