কসবায় নির্বাচনে আছেন আইনমন্ত্রীর আত্মীয় ও সাবেক এপিএস

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে যাঁরা মনোনয়নপত্র দাখিল করেছেন, সবাই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। তাঁদের মধ্যে একজন আইনমন্ত্রী আনিসুল হকের ফুপাতো ভাই এবং আরেকজন তাঁর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস)। বিএনপি ও জামায়াতের কোনো সমর্থক এই নির্বাচনে অংশ নেননি।

উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যের (এমপি) পরিবারের সদস্য, আত্মীয়স্বজনদের অংশগ্রহণ না করতে বা অংশগ্রহণের প্রক্রিয়ায় থাকলে সেখান থেকে সরে আসতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে নির্দেশ আছে। তবে নির্বাচন থেকে সরে দাঁড়াতে তেমন কেউ আগ্রহ দেখাচ্ছেন না।

রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২১ মে। গতকাল রোববার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গতকাল পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কসবা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক একান্ত সচিব (পিএস) মো. রাশেদুল কাউছার ভূঁইয়া; আইনমন্ত্রীর ফুপাতো ভাই, কুটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও কসবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাইদুর রহমান স্বপন এবং কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুল আমিন ভূঁইয়া।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন কসবা উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মনির হোসেন এবং কসবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিন সুলতানা এবং কসবা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সামসুল আলমের কাউছারের স্ত্রী সাদিয়া সুলতানা।