চট্টগ্রামে নতুন করে ৯ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসপ্রতীকী ছবি: রয়টার্স

চট্টগ্রামে শেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন। আজ বুধবার বিকেলে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিকেলে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে বলা হয়, ১৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নগরে ৯ জনের করোনা পজিটিভ। উপজেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

চট্টগ্রাম নগরের বেসরকারি রোগনির্ণয় কেন্দ্র শেভরনে এই ৯ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৯–এ। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৭ জন পুরুষ, ৫১ জন নারী ও ১টি শিশু রয়েছে।