আশুগঞ্জে অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ তিন যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন শিশু। বেলা দেড়টা পর্যন্ত তাঁদের কারও নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। আজ দুপুর ১২টার দিকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দুজন পুরুষ ও এক শিশু নিহত হয়। এ ছাড়া দুজন যাত্রী আহত হন।

ওসি আরও বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যান আটক করা হয়েছে।