অনুমতি ছাড়া আইসক্রিম খাওয়ায় ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতন, দোকানদার আটক

পটুয়াখালী জেলার মানচিত্র

পটুয়াখালীর বাউফল উপজেলায় অনুমতি ছাড়া দোকানের ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে খাওয়ায় তিন শিশুকে শিকলে বেঁধে নির্যাতন করেছেন এক ব্যক্তি। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আজ মঙ্গলবার ওই দোকানমালিককে আটক করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে বাউফলের মদনপুরা ইউনিয়নের মৃধার বাজারের ব্যবসায়ী মো. আনোয়ার হাওলাদারের (৪০) দোকান থেকে স্থানীয় তিন শিশু আইসক্রিম খায়। ওই শিশুদের বয়স ৭, ৯ ও ১০ বছর। এ সময় ব্যবসায়ী আনোয়ার দোকানে ছিলেন না।

কিছুক্ষণ পর দোকানে এসে শিশুদের আইসক্রিম খেতে দেখে রেগে যান আনোয়ার। পরে দোকান থেকে শিকল এনে তিনি ওই তিন শিশুকে বেঁধে রাখেন। সন্ধ্যার পর শিশুদের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন তিনি।

খবর পেয়ে রাত ১০টার দিকে অভিভাবকেরা ওই তিন শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ওই ব্যবসায়ী গা ঢাকা দেন। পরে আজ বেলা ১১টার দিকে বাউফল থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে আনোয়ার হাওলাদারকে আটক করেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন প্রথম আলোকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক এবং অমানবিক। এ কারণে অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।