শোক পালনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
কোটা আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে আগামীকাল মঙ্গলবার সরকারের দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সোমবার সন্ধ্যা সাতটায় এক বিবৃতিতে আন্দোলনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব এ ঘোষণা দেন।
এর আগে সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শোক পালনের জন্য মঙ্গলবার কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বিবৃতিতে আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘সরকারি মদদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার-দলীয় সন্ত্রাসী দিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করে রাষ্ট্রীয় শোক ঘোষণা ছাত্রসমাজের সঙ্গে প্রহসনের সমান। রাষ্ট্রীয় শোক ঘোষণা ছাত্র-জনতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।’
বিবৃতিতে আসাদুল্লাহ আল গালিব আরও বলেন, ‘এখন প্রতিটি শহীদ আমাদের জন্য শক্তি; সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা; দাবি আদায়ের পথপ্রদর্শক। যতক্ষণ না পর্যন্ত ছাত্র-জনতার হত্যার দায় সরকার নিয়ে ক্ষমা প্রার্থনা করবে, ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিত হচ্ছে, আমাদের আন্দোলন চলমান থাকবে।’
সোমবার বিকেলে সাড়ে চারটা পর্যন্ত সোয়া এক ঘণ্টাব্যাপী শাবিপ্রবি প্রধান ফটকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের প্রতিবাদ, গুম-গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র-জনতার হত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করেন তাঁরা।