চা–শ্রমিকদের মজুরি বৃদ্ধি ‘মানবিকতার সঙ্গে’ বিবেচনার আহ্বান হানিফের

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ
ফাইল ছবি

চা–শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি ‘সহানুভূতি ও মানবিকতার সঙ্গে’ বিবেচনার জন্য বাগানমালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

চা-শিল্পের শ্রমিকেরা দরিদ্র এবং অসহায় উল্লেখ করে সভায় মাহবুব উল আলম হানিফ বলেন, ‘চা–বাগানের শ্রমিকেরা এখনো কাজে যোগ দেননি, এতে হতাশ হয়েছি। মজুরি বৃদ্ধির বিষয়টি সহানুভূতি ও মানবিকতার সঙ্গে বিবেচনা করলে শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেবেন এবং কাজ করে শিল্পকে অব্যাহত রাখবেন।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় দক্ষিণ সুরমার দক্ষিণ ময়ূরকুঞ্জ কনভেনশন হলে এই সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য দেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান।

নির্বাচন সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে মন্তব্য করে মাহবুব উল আলম বলেন, ২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের প্রথম দিকে দ্বাদশ জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীন সংসদ নির্বাচন হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। দলের নিরঙ্কুশ বিজয় অর্জন করতে আওয়ামী লিগের কর্মী বাহিনীকে সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করে হানিফ আরও বলেন, ‘হুমকি-ধমকি পরিহার করে দলের জনপ্রিয়তা আছে মনে করলে নির্বাচনে আসার প্রস্তুতি নিন। নির্বাচনে প্রমাণ হবে কার কতটুকু জনপ্রিয়তা আছে।’