সরকার ভয় দেখিয়ে আন্দোলন দমন করতে চায়: এমরান সালেহ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ বলেছেন, রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস চালিয়ে জনপদ রক্তাক্ত করছে সরকার। একের পর এক লাশ ফেলে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। শোচনীয় পরিণতির ভয়ে ভীত হয়ে সরকার ভয় দেখিয়ে আন্দোলন দমন করতে চায়।
আজ রোববার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দলীয় ক্যাডার ঢুকিয়ে আওয়ামী লীগ দুঃশাসন দীর্ঘায়িত করতে গুম, খুন, অত্যাচার ও নির্যাতন করছে। যারা কথায় কথায় গুলি করে মৃত্যুর উপত্যকা সৃষ্টি করছে, তাদের বিচার হবেই হবে।
বিএনপির এ সাংগঠনিক সম্পাদক বলেন, দেশ আজ চরম ক্রান্তিলগ্নে উপনীত। এ মুহূর্তে তারেক রহমান রাজনীতির নিয়ামক শক্তি। সংকট নিরসনে তাঁর নেতৃত্বের বিকল্প নেই। তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। তাঁকে কেউ মাইনাস করতে পারবে না।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ, শাজাহান মাহমুদ, সুলতান মহিউদ্দিন, ইসহাক আলী, হাবিবুর রহমান, মইন উদ্দিন, কছিম উদ্দিন, সাইদুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলী আশরাফ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আসাদুজ্জামান, শ্রমিক দলের বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল গণি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্যসচিব আসাদুজ্জামান, পৌর ছাত্রদলের সদস্যসচিব তাজবির হোসেন, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক প্রমুখ।