পঙ্গুদের চিকিৎসায় নেই বিশেষায়িত হাসপাতাল 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে হাড়ভাঙা রোগীদের চিকিৎসা দেওয়া হয়। শয্যার তুলনায় রোগী বেশি।

সিলেট জেলার মানচিত্র

সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার এক তরুণ ২০১৫ সালে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে বেড়াতে গিয়ে কাজিরবাজার ব্রিজে দুর্ঘটনার শিকার হন। এতে ডান পায়ে চোট পান তিনি। সে সময় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকেরা তাঁর পায়ের গোড়ালি পর্যন্ত কেটে ফেলার কথা বলছিলেন।

তবে পরবর্তী সময়ে তরুণের পরিবারের সদস্যরা তাঁকে ঢাকায় আরেক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তাঁর পায়ের তিনটি আঙুল কেটে ফেলতে হয়েছে। চিকিৎসা শেষে বর্তমানে কিছুটা খুঁড়িয়ে হাঁটলেও কোনো কিছুর সহযোগিতার প্রয়োজন হয় না। তবে সেই চিকিৎসা ছিল অত্যন্ত ব্যয়বহুল।

সিলেট বিভাগীয় শহর হলেও পঙ্গু চিকিৎসার জন্য বিশেষায়িত কোনো হাসপাতাল না থাকায় চিকিৎসা নিতে দুর্ভোগ পোহাতে হয় রোগী এবং তাঁদের স্বজনদের। হাজারো মানুষ আধুনিক এবং বিশেষায়িত চিকিৎসার অভাবে পঙ্গুত্ব বরণ করেন। এ বাস্তবতায় আজ বিশ্ব পঙ্গু দিবস পালন করা হচ্ছে।

চিকিৎসকেরা বলছেন, অঙ্গহানি, পক্ষাঘাতগ্রস্ত এবং প্রতিবন্ধিতাও পঙ্গুর পর্যায়ে পড়ে। সিলেটে অঙ্গহানির মাধ্যমে পঙ্গুত্ব বরণকারীদের মধ্যে অধিকাংশই সড়ক দুর্ঘটনার শিকার। আবার মারামারি এবং বিভিন্ন আঘাত পেয়েও অনেকে পঙ্গু হয়েছেন। বিভাগে পঙ্গুর চিকিৎসার জন্য বিশেষায়িত কোনো হাসপাতাল নেই। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে হাড়ভাঙা রোগীদের চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের অর্থোপেডিক বিভাগের দুটি ওয়ার্ডে শয্যার তুলনায় তিন থেকে চার গুণ রোগী ভর্তি থাকেন।

গতকাল মঙ্গলবার সকালের তথ্য অনুযায়ী, অর্থোপেডিক বিভাগের পুরুষ ওয়ার্ডে ৩২টি শয্যার বিপরীতে চিকিৎসাধীন ৮৮ জন, আর নারী ওয়ার্ডে ১২টি শয্যার বিপরীতে চিকিৎসাধীন ৭০ জন। যাঁরা চিকিৎসা নিচ্ছেন, তাঁদের অধিকাংশই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

হাসপাতালে ভর্তি থাকা মনিন্দ করের (৪৫) সঙ্গে কথা হলে তিনি বলেন, সিএনজিচালিত অটোরিকশা উল্টে গিয়ে ডান পায়ের হাঁটুর নিচে তাঁর হাড় গুঁড়া হয়ে যায়। গত ১৪ ফেব্রুয়ারি থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি ছিলেন। সেখানে প্রায় তিন মাস তাঁর দেড় লাখ টাকার মতো খরচ হয়েছে। 

অর্থোপেডিক বিভাগের প্রধান শংকর কুমার রায় বলেন, হাসপাতালে পঙ্গু রোগীদের জন্য বিশেষায়িত কোনো বিভাগ নেই। অর্থোপেডিক বিভাগই পঙ্গু রোগীদের চিকিৎসা দেয়। তবে রোগীর চাপ এত বেশি থাকে প্রতিদিন গড়ে ১০টি অস্ত্রোপচার করতে হয়। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ২ থেকে ৩ শতাংশ রোগী পঙ্গুত্ব বরণ করেন। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় শারীরিক প্রতিবন্ধীর সংখ্যা ২৯ হাজার ২৪৬। এর মধ্যে পুরুষের সংখ্যা ১৮ হাজার ৫০৩। 

সিলেট স্বাস্থ্য বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শরীফুল হাসান বলেন, পঙ্গু রোগীদের চিকিৎসা এবং বিশেষ পুনর্বাসনের জন্য বিভাগীয় পর্যায়ে একটি ইউনিটের প্রয়োজন। এসব রোগীর জন্য পুনর্বাসন জরুরি।