গাজীপুরে দুই ভাইকে হত্যার ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

দুই সন্তানকে হারিয়ে মায়ের আহাজারি। শনিবার দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গের সামনে
ছবি: প্রথম আলো

গাজীপুর মহানগরের বাঙ্গালগাছ বাঁশপট্টি এলাকায় দুই ভাইকে প্রকাশ্যে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় আজ রোববার সকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল ঘটনার তদন্ত শুরু করে। পাশপাশি গোয়েন্দা পুলিশ ও গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল তদন্ত করছে। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের পিতা আবুল কাশেম বাদী হয়ে গতকাল বিকেলে গাজীপুর সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। সেখানে কারও নাম উল্লেখ না করে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

আরও পড়ুন

গত শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে গাজীপুর মহানগরের বাঙ্গালগাছ এলাকায় মো. শফিকুল ইসলাম (৩২) ও তাঁর ভাই মো. শুকুর আলীকে (২৮) পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনেরা বলছেন, শফিকুল ও শুকুর আলীর কাছ থেকে বাঙ্গালগাছ এলাকার হিমেল ও রাসেল কয়েক মাস আগে ১০ হাজার টাকা ধার নেন। গত শুক্রবার টাকা দেওয়ার কথা ছিল। সেই টাকা আনার জন্য অটোরিকশা নিয়ে শফিকুল ও শুকুর বাঙ্গালগাছ এলাকায় যান। সেখানে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হলে দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, এখন পযন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সন্দেহভাজন হিসেবে যাঁদের চিহ্নিত করা হয়েছে, তাঁরা সবাই পলাতক। তবে দ্রুতই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

আরও পড়ুন