আপ্যায়নের উপকরণ চেয়ে চিঠি দেওয়ায় ওসি সাময়িক বরখাস্ত

হবিগঞ্জ জেলার মানচিত্র

অতিথি আপ্যায়নের জন্য সাড়ে তিন লাখ টাকার উপকরণ চেয়ে এক শিল্পপ্রতিষ্ঠানে চিঠি দেওয়ার ঘটনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আপাতত তিনি ডিআইজি রংপুর রেঞ্জ কার্যালয়ে যুক্ত থাকবেন।

আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি জানান, পুলিশের সদর দপ্তর থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন তাঁর কার্যালয়ে পৌঁছেছে। ওসিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ পরিদর্শক মোহাম্মদ নাজমুল হক কামাল বিভাগীয় নিয়মশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, অসদাচরণ ও দুর্নীতি করেছেন। এর দায়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর ১২(১) মোতাবেক চাকরি থেকে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

হবিগঞ্জের অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএলের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপকের (জিএম-প্রশাসন) কাছে ১০ অক্টোবর এ চিঠি দেন ওসি। চিঠিতে লেখা ছিল, আসন্ন দুর্গাপূজা অসাম্প্রদায়িকভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে তিনি (ওসি) স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি সভা করতে চান। এ সভার অতিথিদের আপ্যায়ন করতে ৩০০ প্লেট কাচ্চি বিরিয়ানি, ৩০ কেজি জিলাপি, ৩০ কেজি মিষ্টি, ৩০০ প্যাকেট দই ও ৫০০ বোতল পানি প্রয়োজন। এ বাবদ এক লাখ টাকার উপকরণ সরবরাহের কথা বলেন ওসি।

চিঠিতে আরও লেখা হয়, ২৮ অক্টোবর সারা দেশে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে তাঁরা শায়েস্তাগঞ্জ থানার পক্ষ থেকে এক সুধী সমাবেশ করতে চান। এ সমাবেশের জন্য আরও ৫০০ প্যাকেট কাচ্চি বিরিয়ানি এবং মিষ্টি ও দইয়ের আয়োজন করা হবে। এ সঙ্গে অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুন, মাইকিং, ফিল্ড ক্যাপসহ বিভিন্ন সামগ্রী দরকার। এ জন্য তাঁদের আরও আড়াই লাখ টাকার উপকরণ দরকার। এ দুই অনুষ্ঠানের মোট খরচ সাড়ে তিন লাখ টাকার উপকরণ চেয়ে ওসির স্বাক্ষরিত চিঠিটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষকে দেওয়া হয়।

এ বিষয়ে গত শনিবার প্রথম আলো অনলাইনে ‘অতিথি আপ্যায়নের সাড়ে তিন লাখ টাকার মালামাল চেয়ে শিল্পপ্রতিষ্ঠানে ওসির চিঠি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন প্রকাশের পর গতকাল রোববার হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন।