রাজবাড়ীতে এনসিপির পথসভায় ‘ভাবি, ভাবি’ স্লোগান

রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত পথসভায় বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা। গতকাল বৃহস্পতিবারছবি: প্রথম আলো

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শহরের ১ নম্বর রেলগেট এলাকার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এ পথসভায় কয়েক হাজার মানুষ অংশ নেন।

সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ। প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সভায় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা। তিনি খালেদ সাইফুল্লাহর সহধর্মিণী। তাঁদের বাড়ি রাজবাড়ীতে।

পথসভা সঞ্চালনা করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বক্তব্য শুরুর আগে তাসনীম জারার জন্য ‘ভাবি ভাবি’ স্লোগান দেওয়ার আহ্বান জানান। এতে উপস্থিত নেতা-কর্মীরা সাড়া দেন। তখন সারজিস আলম বলেন, ‘আমাদের সেরা কোনো ভাবি আছেন? অক্সফোর্ডের কোনো ভাবি আছেন? মেডিকেলের কোনো ভাবি আছেন? সেই ভাবি—জোরে বলুন, আরও জোরে, সবার ভাবি, রাজবাড়ীর জারা ভাবি।’ এ সময় সভাস্থল স্লোগানে মুখর হয়ে ওঠে।

আরও পড়ুন

তাসনীম জারা বলেন, ‘আমি রাজবাড়ীর পুত্রবধূ। আমার শ্বশুরবাড়ি রাজবাড়ী, মানে আমার বাড়ি রাজবাড়ী। সেই সুবাদে রাজবাড়ীতে আমার আসা–যাওয়া আছে। রাজবাড়ী ভালো মানুষের এলাকা। এই জেলা সবকিছু থেকে বঞ্চিত। রাজবাড়ীবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি তাঁদের ভালোবাসায় অভিভূত।’

রাজবাড়ীর স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা তুলে ধরে তাসনীম জারা বলেন, জাতীয় নাগরিক পার্টি এসব সমস্যা দূর করতে চায়।

আরও পড়ুন