চাঁদপুরে বাসের চাপায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম নাজমা আক্তার (৫৫)। তিনি উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকা ছিলেন। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে। তবে এর চালক পলাতক।

উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল রুশদী বলেন, নাজমা আক্তার ওই অটোরিকশায় চড়ে চাঁদপুর থেকে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে নাজমা আক্তার গুরুতর আহত হন। তৎক্ষণাৎ মুক্তার হোসেন নামে আরেক অটোরকিশাচালক নাজমা আক্তারকে উদ্ধার করে চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুশান্ত বিশ্বাস তাঁকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।