পাখির বাসা বানিয়ে হুমায়ূন আহমেদের প্রতি ভক্তদের ভালোবাসা

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের জন্মদিনে পাখির নিরাপদ আবাসস্থলের জন্য গাছে গাছে মাটির কলস বেঁধে দেন ভক্তরা। আজ রোববার বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ চত্বরে
ছবি: প্রথম আলো

জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের জন্মদিনে পাখির জন্য নিরাপদ আবাস সৃষ্টি করেছেন ভক্ত-পাঠকেরা। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের উদ্যোগে এ কাজ করা হয়।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ উপজেলা পরিষদ চত্বরের গাছে গাছে হাঁড়ি-কলস ঝুলিয়ে আজ রোববার বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে বন, বন্য প্রাণী ও পরিবেশ রক্ষায় পৌর শহরে প্রচারাভিযান চালান ভক্তরা। এর আগে দুপুরে হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও হাসান মারুফ বলেন, ‘গাছপালা ও বনজঙ্গল উজাড় হয়ে যাওয়ায় এখন আগের মতো পাখির কিচিরমিচির শব্দ শোনা যায় না। পাখি আমাদের প্রাণবৈচিত্র্যের অংশ। পরিবেশে পাখি বেঁচে থাকা খুবই জরুরি। পাখির প্রতি মানুষের ভালোবাসা থাকাও জরুরি। বন, বন্য প্রাণী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারি প্রতিষ্ঠানের নয়। এ জন্য সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

হুমায়ূন আহমেদ স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি মোতালিব বিন আয়েত বলেন, প্রিয় লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তাঁরা জন্ম এবং মৃত্যু দিবসে লেখককে স্মরণ করেন। এ বছর তাঁরা লেখকের জন্মদিনে পাখির জন্য নিরাপদ আবাস সৃষ্টি করার কাজ শুরু করেছেন। এ ছাড়া প্রতিবছর হুমায়ূন আহমেদের স্মৃতি রক্ষায় গৌরীপুর রেলস্টেশনে লেখকের নামে একটি স্থাপনা বা আন্তনগর কোনো ট্রেনের নাম লেখকের নামে করার দাবি জানিয়ে আসছেন। তবে তাঁদের দাবি এখনো পূরণ হয়নি।