সৈয়দপুর বিএনপির সভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক শাহীন আকতার
দীর্ঘ ৯ বছর পর নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আবদুল গফুর সরকার সভাপতি ও পৌরসভার কাউন্সিলর শাহীন আকতার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামাণিক।
আজ সোমবার শহরের পৌরসভা সড়কের পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শীর্ষ তিন পদের জন্য কাউন্সিলরদের সরাসরি ভোট নেওয়া হয়।
আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দ্বিতীয় অধিবেশনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এতে বিশেষ অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠিক সম্পাদক আসাদুল হাবিব ওরফে দুলু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর হোসেন বক্তব্য দেন।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সূত্র জানায়, বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গোপন ব্যালটে ভোট দেন কাউন্সিলররা। এতে ৩০৩ কাউন্সিলরের মধ্যে ২৯৫ জন ভোট দেন। গণনা শেষে সন্ধা সাড়ে সাতটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ জেড এম জাহিদ হোসেন।
জেলা বিএনপির সূত্রে জানা যায়, সর্বশেষ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয় ২০১৪ সালে। তখন সভাপতি হয়েছিলেন আবদুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক হন সাবেক সংসদ সদস্য প্রয়াত আমজাদ হোসেন সরকার।
প্রথম অধিবেশনে সাবেক বিরোধীদলীয় হুইপ (জাপা) শওকত চৌধুরী এবং সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাঁ, পঞ্চগড় জেলার এবং সৈয়দপুর কিশোরগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতারা বক্তব্য দেন।
সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম ওবায়দুর রহমান। সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্যসচিব জিয়াউল হক।