রাজবাড়ী আইনজীবী সমিতিতে আ.লীগ প্যানেলের ভরাডুবি

রাজবাড়ী আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যরা

রাজবাড়ীতে জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের খোন্দকার হাবিবুর রহমান (বাচ্চু) ও সম্পাদক হয়েছেন মো. আবদুর রাজ্জাক। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অশোক কুমার সাহা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও আওয়ামী লীগের একাংশ, বিএনপি, জাতীয় পার্টি ও বামপন্থী–সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ অংশ নেয়।

নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের বাচ্চু-আবুল-রাজ্জাক প্যানেলের ১০ জন জয়লাভ করেন। তাঁরা হলেন সভাপতি হাবিবুর রহমান; সহসভাপতি আবুল হোসেন মোল্লা; সম্পাদক আবদুর রাজ্জাক; সহ-সম্পাদক মো. তসলিম আহমেদ ও জাহিদ উদ্দিন মোল্লা; ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব কুমার রায়; কার্যনির্বাহী সদস্য সিদ্দিকুর রহমান, ফিরোজ উদ্দিন, এম এম শাহরিয়ার জামান ও মো. জিয়াউর রহমান। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে আনিছ-গৌতম-কবির প্যানেল থেকে একজন কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি হলেন শামীমা ইসলাম।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রাজবাড়ী আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২১৩ জন। সভাপতি পদে হাবিবুর পেয়েছেন ১১২ ভোট। তিনি জেলা জাতীয় পার্টির সভাপতি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিছুর রহমান পেয়েছেন ৯৬ ভোট। সহসভাপতি পদে আবুল হোসেন মোল্লা পেয়েছেন ১১৯ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী গৌতম কুমার বসু পেয়েছেন ৮৮ ভোট। ১৩১ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আবদুর রাজ্জাক। রাজ্জাক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা কবীর পেয়েছেন ৭৬ ভোট।