কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
কিশোরগঞ্জে আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার বেলা পৌনে তিনটার দিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিশোরগঞ্জের সভাপতি আনোয়ার হোসেন ওরফে মোল্লা সুমন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে জানানো হয়, মিছিলটি আয়োজনে ছিল কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন।
ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ৩০ জনের একটি দল মিছিল করছে। তাঁদের বহন করা ব্যানারে লেখা ‘আইসিটি ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের’ প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি। আজ ভোর বা সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এই মিছিল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিদের বেশির ভাগের মুখেই কালো কাপড় বাঁধা থাকায় তাঁদের শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘আমরা একটি ঝটিকা মিছিল হওয়ার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে আমাদের গোয়েন্দা ইউনিটগুলো সক্রিয় রয়েছে। মিছিলে কারা অংশ নিয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। কিশোরগঞ্জের বিশ্বরোড ছাড়াও কটিয়াদীর বনগ্রাম এলাকায়ও এ ধরনের আরেকটি মিছিলের খবর পাওয়া গেছে।’