ভালুকায় বিএনপির ২৮১ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ৯
ময়মনসিংহের ভালুকায় পুলিশের কাজে বাধা, নাশকতার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২৮১ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজল হোসেন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ এবং ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
মামলা রেকর্ড হওয়ার পর থানায় আটক ৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁরা হলেন ভালুকা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (৪৫), কাঁইচান ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন (৫০), বিএনপি নেতা মো. রিয়াজ উদ্দিন (৫৩), ফরিদ আহাম্মেদ (৩৮), আক্তার হোসেন (৫৫), ছাত্রদল নেতা ফাহাদ মিয়া (২২), রানা মিয়া (২৪), শাওন সরকার (২১) ও সাগর মিয়া (২৪)।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন (৫৭), যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান (৪৫), আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমীন (৪৮), আবদুর রহিম আকন্দ (৪৪), নুরুল হক (৫২), নাঈমুল করিম (৪১) ও আবদুর রউফ (৪৫), উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী (৪৫), সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান (৪৪), সাংগঠনিক সম্পাদক তাজমুল হক (৪৫), পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান (৪০), উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কায়সার আহম্মেদ (৩৮), উপজেলা কৃষক দলের সভাপতি মো. টুটুল (৩৫), পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম (৩৫), উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান (৪৫), উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান (৩৫), সাধারণ সম্পাদক সুজন মিয়া (৩৫), উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান (২৫), সদস্যসচিব রিয়াদ পাঠান (৩০), পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদ খান (৩১), সদস্যসচিব আদি শাকিল খান (২৬)।
মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা নিয়ে ভালুকা পদচারী সেতুর নিচে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিনের নেতৃত্বে নেতা-কর্মীরা যানবাহন ভাঙচুর করেন। ওই সময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন বিএনপির নেতা-কর্মীরা। পরে পুলিশের ধাওয়া খেয়ে ককটেল বিস্ফোরণ করে দ্রুত পালিয়ে যান তাঁরা।
তবে ঘটনাস্থলের আশপাশের দোকানিরা জানান, গতকাল শুক্রবার বিকেলে বিএনপির শোভাযাত্রা করার সময় গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা তাঁরা দেখেননি। এমনকি কোনো শব্দও পাননি।
জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শেষ করেন। মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বলেন, সরকার আবার ‘গায়েবি মামলা’ দিয়ে বিএনপির নেতা-কর্মীদের কারাগারে আটকে রেখে একতরফা নির্বাচন করার পাঁয়তারা করছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে বিএনপির নেতা-কর্মীরা বাসস্ট্যান্ডে আতঙ্ক সৃষ্টির জন্য পেট্রলবোমা বিস্ফোরণ ও ইটপাটকেল ছুড়ে যানবাহন ভাঙচুর করে। এতে ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গ্রেপ্তার নয়জনকে আদালতে পাঠানো হয়েছে।