মির্জাপুরে লাঠি হাতে ছাত্রলীগের মিছিল গেল বিএনপির সাবেক এমপির বাড়িতে

টাঙ্গাইলের মির্জাপুরে স্থানীয় এমপির একান্ত সহকারি মীর আসিফ অনিকের (হেলমেট ও চেক শার্ট পরিহিত) নেতৃত্বে লাঠি হাতে শান্তি মিছিল। আজ বেলা ১১টার দিকে
ছবি : সংগৃহীত

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) খান আহমেদ শুভর একান্ত সহকারী মীর আসিফ অনিকের নেতৃত্বে লাঠি হাতে শান্তিমিছিল করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে যান।

পুলিশ ওই বাড়ি ঘিরে রেখেছিল। পরে পুলিশ সেখান থেকে বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করে। পুলিশ চলে গেলে মিছিলকারী ছাত্রলীগের নেতা-কর্মীরাও সেখান থেকে চলে যান। এরপর তাঁরা মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে গিয়ে অবস্থান নেন।

মীর আসিফ অনিক মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

এলাকাবাসী জানান, আজ অবরোধের পক্ষে মিছিল-সমাবেশ করতে বিএনপির নেতা-কর্মীরা সকালে আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে জড়ো হতে থাকেন। খবর পেয়ে পুলিশ ওই বাড়ি ঘেরাও করে। এ সময় মীর আসিফ ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সেতাব মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা মুখে মাস্ক ও হাতে লাঠি উঁচিয়ে স্লোগান দিতে দিতে ওই বাড়িতে যান। সে সময় মীর আসিফের মাথায় কালো রঙের হেলমেট ও মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশ ব্যক্তি মুখে মাস্ক পরিহিত ছিলেন।