জনদাবি নিয়ে বিএনপির নেতা-কর্মীদের রাজপথে সোচ্চার হতে হবে: বরকতউল্লা

২২ আগস্টের কর্মসূচিকে সামনে রেখে আজ শনিবার বিকেলে কুমিল্লা বিভাগীয় প্রস্তুতি সভা করে বিএনপি
ছবি: প্রথম আলো

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য বরকতউল্লা বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন বেড়েছে। এতে জনগণ দিশাহারা। জনগণ এই সংকটে বিএনপিকে পাশে চায়। তাই জনদাবি নিয়ে বিএনপির নেতা-কর্মীদের রাজপথে সোচ্চার হতে হবে।

আজ শনিবার বিকেলে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার একটি হোটেলে কুমিল্লা বিভাগীয় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বরকতউল্লা এসব কথা বলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকে পুলিশ গুলি করে হত্যার প্রতিবাদে ২২ আগস্ট থেকে উপজেলা-থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিক্ষোভ কর্মসূচি সুশৃঙ্খল ও জনসম্পৃক্ত কলার লক্ষ্যে এই প্রস্তুতি সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, আনোয়ার উল আজিম, আবদুল গফুর ভূঁইয়া, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রুমিন ফারহানা, বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কুমিল্লা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আলী, সদস্যসচিব ইউসুফ মোল্লা প্রমুখ।

বরকতউল্লা বলেন, সরকারের গণবিরোধী সিদ্ধান্তের কারণে দেশের মানুষ অসহায়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য বিএনপির নেতা-কর্মীদের জনসম্পৃক্ততা আরও বাড়াতে হবে। তৃণমূল থেকে দলকে সংগঠিত করতে হবে।