নওগাঁয় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার। আজ দুপুরে
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা রাখতে চায়। এ জন্য প্রয়োজন স্মার্ট দল ও স্মার্ট কর্মী। সেই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ দেশের প্রতিটি দলীয় কার্যালয় ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে। দলীয় কার্যালয়ে অবস্থিত স্মার্ট কর্নারে একটা টিম কাজ করবে, যারা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি আগামী নির্বাচন ঘিরে অনলাইন ও অফলাইনে কাজ করবে।

আরও পড়ুন

বিএনপি আসুক বা না আসুক, জনগণকে নিয়ে আমরা নির্বাচনে যাব: কবির বিন আনোয়ার

আজ বুধবার দুপুরে নওগাঁ শহরের সরিষাহাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কবির বিন আনোয়ার। তিনি বলেন, ‘আওয়ামী লীগ জিতলে বাংলাদেশ জিতে। আর আওয়ামী লীগ হারলে বাংলাদেশ হারে। তখন স্বাধীনতাবিরোধীরা চাঙা হয়ে ওঠে। এই শক্তিকে মোকাবিলার জন্য আজকে আমাদের স্মার্ট দল গঠনের অভিযাত্রা।’

আরও পড়ুন

শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার ক্ষমতায় আসব: কবির বিন আনোয়ার

অনলাইনে গুজব মোকাবিলায় আওয়ামী লীগের কর্মীরা ভূমিকা রাখবেন উল্লেখ করে কবির বিন আনোয়ার বলেন, ‘অনেক ধরনের ইউটিউব চ্যানেল ও ফেক নিউজের মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজব মোকাবিলায় প্রযুক্তিতে অগ্রসর আওয়ামী লীগের কর্মীরা ফ্যাক্ট (সত্য) তুলে ধরবেন।’

আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান বলেন, আজকে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করে প্রমাণ করা হবে যে বাংলাদেশ সঠিক পথে আছে। বাংলাদশের জনগণ এবারও বঙ্গবন্ধুকন্যাকে বিপুলভাবে জয়যুক্ত করবেন।

আরও পড়ুন

খায়রুজ্জামান লিটন রাজশাহীর পরীক্ষিত বন্ধু: কবির বিন আনোয়ার

স্মার্ট কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।