সাতকানিয়ায় আগুনে ১৭ বসতঘর পুড়ে নিঃস্ব ২২ পরিবার

আগুনে বসতঘর পুড়ে গেছে। শুক্রবার সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুরের ঈশ্বর বাবুরহাট এলাকায়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর পুড়ে নিঃস্ব হয়ে গেছে ২২টি পরিবার। আজ শুক্রবার সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঈশ্বর বাবুরহাট (বিশ্বহাট) এলাকার জলদাশপাড়ায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে আটটার দিকে জলদাশপাড়ায় একটি বসতঘরে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন পাশের অন্য বসত ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন পাশের সাঙ্গু নদ থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, আগুনে ১৭টি বসতঘর পুড়ে ২২টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। কেউ কোনো কিছুই বের করতে পারেনি। প্রতিটি বসতঘরে পুড়ে চার থেকে পাঁচ লাখ টাকা করে ক্ষয়ক্ষতি হয়েছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শুষ্ক আবহাওয়া ও হালকা বাতাস থাকায় বাঁশের বেড়া এবং টিনের তৈরি বসতঘরগুলো অল্প সময়ের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের লোকজন খবর পাওয়ার পরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানোয় পাশের অন্য বসতঘরগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে।