বরিশালে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২

পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। শুক্রবার সকালে উপজেলার বাখরকাঠি এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কেছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর চারজন। আজ শুক্রবার সকালে উপজেলার বাখরকাঠি এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক মো. সাইদুল ইসলাম (৪০) ও অটোরিকশার যাত্রী মেজবাহ উদ্দিন অপুর (৪২) চার বছর বয়সী ছেলে জায়ান। আহত চারজন হলেন নিহত জায়ানের বাবা মেজবাহ উদ্দিন, মা মাহফুজা আক্তার (৩৫), চাচা মোহাম্মদ মিজানুর রহমান (৪০) ও স্বজন মো. শাহীন (২৪)। তাঁরা সবাই সিএনজিচালিত অটোরিকশাটির যাত্রী ছিলেন। তাঁদের বাড়ি বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নের বাগদিয়া গ্রামে।

নিহত শিশু জায়ানের অপর চাচা তৌহিদুর রহমান বলেন, কারিগরি শিক্ষা বোর্ডে চাকরির সুবাদে মেজবাহ উদ্দিন পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ঈদুল আজহার ছুটিতে তাঁরা ঢাকা থেকে বরিশালের বাকেরগঞ্জের গ্রামের বাড়িতে আসছিলেন। পথে দুর্ঘটনায় জায়ান নিহত হয়েছে। মেজবাহ ও তাঁর স্ত্রী মাহফুজা গুরুতর আহত হওয়ায় তাঁদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে মাহফুজা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, বাকেরগঞ্জের সেনানিবাস থেকে একটি পিকআপ ভ্যান বরিশালে যাচ্ছিল। পথে বাখরকাঠি এলাকায় পিকআপ ভ্যানটির সঙ্গে বাকেরগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাসহ দুটি তিন চাকার যানের সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ছয়জন আহত হন। তাঁদের উদ্ধার করে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজিচালিত অটোরিকশা চালক ও এক শিশুর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।