ভারতে পাচারকালে জীবননগর সীমান্তে প্রায় দুই কেজি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা জেলার মানচিত্র

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তপথে ভারতে পাচারকালে ১৬টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর দপ্তরের বিজিবির বিশেষ টহল দল আজ বৃহস্পতিবার সকালে জীবননগর উপজেলার পাথিলা ঈদগাহ এলাকায় এই অভিযান পরিচালনা করে। আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, জব্দ করা ১৬টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ৮৬৫ দশমিক ৫৭ গ্রাম, যার মূল্য ১ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা। আটক ব্যক্তির নাম মো. সেলিম হোসেন (৩০)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মো. জাফরের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে দুজন পাচারকারী জীবননগর উপজেলার পাথিলা গ্রামের ঈদগাহ এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান নিয়ে সীমান্তের দিকে যাবে। অধিনায়কের নির্দেশে সহকারী পরিচালক সাইফুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি বিশেষ টহল দল পাথিলা ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। সকাল সাড়ে ছয়টার দিকে সন্দেহভাজন দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে পাথিলা ঈদগাহ এলাকা পার হয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পান এবং দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিজিবি টহল দল তাঁদের ধাওয়া করলে মোটরসাইকেলের পেছনে থাকা সেলিম হোসেন রাস্তার পাশে পড়ে যান। চালক নীল রঙের এফজেড মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যান। এ সময় পাচারকারী সেলিমের লুঙ্গির কোমরে টেপ দিয়ে মোড়ানো ১৬টি স্বর্ণের বার উদ্ধার করে টহল দল।

সহকারী পরিচালক জানান, শুল্ক–কর ফাঁকি দিয়ে স্বর্ণের বার ভারতে পাচারের জন্য বহন ও নিজ জিম্মায় রাখার অপরাধে সেলিম হোসেনকে আটক করা হয়। সেলিমসহ পলাতক আসামির বিরুদ্ধে মামলার পর স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা রাত সোয়া আটটায় জানান, এ ঘটনায় বিজিবির একজন সার্জেন্ট বাদী হয়ে মামলা করেছেন। মামলায় সেলিমের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় একজনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন