দিনাজপুরে ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রতীকী ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে বুলাকীপুর ইউনিয়ন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুর রহমান (৬৫) ও রফিকুল ইসলাম (৬০)। আবদুর রহমান উপজেলার সালিকাদহ গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে। তিনি আওয়ামী লীগের বুলাকীপুর ইউনিয়ন শাখার সভাপতি। আর রফিকুল ইসলাম একই ইউনিয়নের উত্তর দেবীপুর গ্রামের মৃত জিয়ারত আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের একই সংগঠনের সাবেক সভাপতি।

গত বছর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সহিদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, দুজন সাংবাদিকসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে গত বছর ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর গতকাল রাতে আবদুর রহমান ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে আসামিদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।