মৌলভীবাজারে সোনিয়ার বাগানে অর্কিডের হাসি

মৌলভীবাজার শহরের সোনিয়া মান্নান নামে এক বাসিন্দার শখের বাগানে ফুটেছে বর্ণিল অর্কিড ফুল
ছবি: প্রথম আলো

বাসার বারান্দাজুড়ে, ছাদে অনেকগুলো অর্কিড ফুল ফুটে আছে। এই অর্কিডগুলোর কোনোটির বয়স দুই বছর, কোনোটির বয়স ১০ থেকে ১২ বছর। মাঝেমধ্যে বিচ্ছিন্নভাবে রঙের আলো ছড়িয়ে এক-দুটি করে ফুল ফোটে। কিন্তু এবার এই হেমন্তে মৌলভীবাজার শহরের বনবীথি এলাকার সোনিয়া মান্নানের বাগানে একসঙ্গে অনেক জাতের অর্কিড ফুল ফুটেছে। যার যার আকার ও রঙের বৈচিত্র্য নিয়ে তারা হাসছে, দুলছে।

বাগানে একসঙ্গে অনেক জাতের অর্কিড ফুল ফুটেছে
ছবি: প্রথম আলো

সম্প্রতি এক দুপুরে সোনিয়া মান্নানদের দোতলা বাসায় গিয়ে দেখা মিলেছে অনেকগুলো অর্কিডগাছের। তাদের জাতপাত, রং আলাদা হলেও একসঙ্গে বাসার ছাদে ও বারান্দায় তাদের সংসার। এখানে ১৩টি অর্কিডে ফুল ফুটে আছে। আর সব মিলিয়ে তাঁর সংগ্রহে ২০ থেকে ২২ জাতের অর্কিড আছে।

এই বাগানে ২০ থেকে ২২ জাতের অর্কিড আছে
ছবি: প্রথম আলো

সোনিয়া মান্নান বলেন, অর্কিডগুলো দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেছেন তিনি। কোনো কোনোটি একাধিকবার সংগ্রহ করতে হয়েছে। চারা মরে গেছে। আবার সংগ্রহ করে নিয়ে এসেছেন। কোনোটিতে প্রথম বছরই কমবেশি ফুল ফুটেছে। আবার কোনোটিতে এবারই প্রথম ফুটেছে।

অর্কিডগুলো বেশি ফোটে বসন্ত ও বর্ষায়, তবে হেমন্তেও ফোটে
ছবি: প্রথম আলো

যেসব অর্কিডে ফুল ফুটেছে, সেগুলোর মধ্যে আছে ড্যান্সিং লেডি, ডেনড্রোবিয়াম হোয়াইট পারপল লিপ, ডেনড্রোবিয়াম হোয়াইট, ডেনড্রোবিয়াম সোনিয়া, ডেন রেড বোল, ডেন এয়ার ওয়ে ব্লু, ভেন্ডা সুকসামরান সানলাইট, ডেনড্রোবিয়াম চম্পু কানজনা, ভেন্ডা ফ্যালকাটা, টলুমনিয়া ইত্যাদি। অর্কিডগুলো বেশি ফোটে বসন্ত ও বর্ষায়, তবে হেমন্তেও ফোটে। কিন্তু তাঁর বাগানে এবারের মতো হেমন্তে একসঙ্গে এত ফুল আগে ফোটেনি।

এবার সোনিয়ার বাগানে ১৩টি অর্কিড গাছে ফুল ফুটেছে
ছবি: প্রথম আলো