গোসলে নেমেছিল তিন শিশু, ডুবে মারা গেল দুজন

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমেছিল তিন শিশু। কিন্তু দুজন গভীর পানিতে চলে যাওয়ায় ডুবে মারা গেছে। অপর শিশুর চিৎকারে আশপাশের লোকজন এসে মৃত অবস্থায় ওই দুই শিশুকে উদ্ধার করেন। উপজেলার বালিখাঁ ইউনিয়নের পশ্চিম পাগুলী গ্রামে আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে পুকুরে গোসলে নেমেছিল মো. তাওহীদ মিয়া (৬), আফছা মনি (৫) ও সাউদা বেগম (৬) নামের তিন শিশু। গোসল করার সময় তাওহীদ ও আফছা গভীর পানিতে তলিয়ে যায়। এ দৃশ্য দেখে পুকুর পাড়ে উঠে চিৎকার শুরু করে সাউদা। পরে বাড়ির লোকজন এসে তাওহীদ ও আফছাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাওহীদ পশ্চিম পাগুলী গ্রামের আনোয়ারুল মিয়ার ছেলে এবং আফছা মনি সামিউল হকের মেয়ে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, পুকুরে তিন শিশু গোসলে নামলে দুই শিশু তলিয়ে যায়। অল্প সময়ের মধ্যে পরিবারের লোকজন শিশু দুটিকে পানি থেকে উদ্ধার করলেও তাদের বাঁচানো যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।