চাল সরবরাহ না করা চালকলের নিবন্ধন বাতিল হবে: খাদ্যমন্ত্রী

সিরাজগঞ্জ খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
ছবি: প্রথম আলো

সরকারের সংগ্রহ অভিযানে চাল সরবরাহ না করা চালকলগুলোর নিবন্ধন বাতিল করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, যেসব চালকল মালিক অধিদপ্তরের নিবন্ধন পেয়েও চাল সরবরাহ করেননি, তাঁদের নিবন্ধন বাতিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুতই এগুলো বাস্তবায়ন করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ খাদ্যগুদাম পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে পর্যাপ্ত ধান-চাল মজুত রয়েছে। দেশে খাদ্যের কোনো অভাব নেই। তাই দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার সচেতন আছে, কেউ অবৈধ মজুত করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, বর্তমানে চালের দাম কেজি প্রতি তিন-চার টাকা করে কমেছে। সেই সঙ্গে দেশের মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে, সে জন্য দেশে উৎপাদিত খাদ্যশস্যের পাশাপাশি বিদেশ থেকেও প্রচুর পরিমাণে খাদ্যশস্য আমদানি শুরু হয়েছে। তাঁরা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যেই সবকিছু স্বাভাবিক হবে।

পরিদর্শনকালে মন্ত্রী জেলার কয়েকটি গুদামে ধান সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। সেই সঙ্গে ধান, চাল ও গম ক্রয় এবং সংগ্রহের বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।

এ সময় রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, সদর খাদ্য সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আবদুর রাজ্জাক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন, কারিগরি খাদ্য পরিদর্শক অলিউর রহমান ও উপখাদ্য পরিদর্শক গোপাল চন্দ্র শীল উপস্থিত ছিলেন।