মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই কিশোর নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

গোপালগঞ্জে সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জালালাবাদ ইউনিয়নের গোপীনাথপুর-কোটাখোল সড়কের দুর্গাপুর মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলো ওই ইউনিয়নের ইছাখালী গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৫) ও পলাশ শেখের ছেলে মাহিম শেখ (১৬)। তাঁরা দুজন নবম শ্রেণিতে পড়ত।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মাহাবুর ফকির নামের একজন বলেন, মাহিম মোটরসাইকেলটি চালাচ্ছিল, গতি ছিল অনেক বেশি। সড়কের মোড়ে গিয়ে সে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে পারেনি। তখন গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজনেই ছিটকে পড়ে। এলাকার লোকজন তাদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত মাহিমের বাবা পলাশ শেখ বলেন, ‘মাহিমের ফুফা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আমরা বাড়িতে কথা বলছিলাম। মাহিম তার ফুফার মোটরসাইকেলের চাবি নিয়ে কখন বের হয়ে গেছে, জানি না। কিছু সময় পর এলাকার লোকজন এসে খবর দেয়, মাহিম অ্যাকসিডেন্ট করেছে। গিয়ে দেখি, আমার ছেলে নেই। আমার এত বড় ক্ষতি হয়ে যাবে, তা বুঝতে পারিনি।’

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মাদ সাজেদুর রহমান বলেন, মরদেহ দুটি হাসপাতালের মর্গে আছে। নিহত দুজনই অপ্রাপ্তবয়স্ক। তারা ইছাখালী থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। তাদের মোটরসাইকেল চালানোর কোনো দক্ষতা ও ড্রাইভিং লাইসেন্স ছিল না। অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।