আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ারকে (ফোরকান) (কাঁচি প্রতীক) ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তালতলী উপজেলার অঙ্কুজানপাড়া এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় তাঁকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টায় নির্বাচনী প্রচার চালানোর সময় শেষ হয়েছে। এরপরও গতকাল রাতে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার একটি মাইক্রোবাসে করে ১০ থেকে ১২ জন সমর্থক নিয়ে তালতলী উপজেলার বড় অঙ্কুজানপাড়া এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালতলী উপজেলা কমিশনার (ভূমি) অমিত দত্ত ঘটনাস্থলে গিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে নির্বাচনী প্রচার বন্ধ করে তাঁকে ওই এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার প্রথম আলোকে বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও প্রচার চালানোর অপরাধে স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ারের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
এ আসনে আরও আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, তৃণমূল বিএনপির ইউনুস সোহাগ, বিএনএমের মো. মাসুদ কামাল, বাংলাদেশ তরীকত ফেডারেশনের শাহ আলম, ন্যাশনাল পিপলস পার্টির মাহবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম।