দাউদকান্দিতে সকাল থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অবরোধ, সংঘর্ষে বেশ কয়েকজন আহত
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।হাসানপুর এলাকায় দফায় দফায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে শিক্ষার্থীদের দাবি, সংঘর্ষে ১৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ৯ জন ছাত্র ও ৭ জন ছাত্রী।
আজ সকালে মহাসড়ক অবরোধ করার খবর পেয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি-চান্দিনা সার্কেল) মো. এনায়েত কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী মহিউদ্দিন শিকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সুমন সরকার ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু ছাত্রছাত্রীরা মহাসড়ক ছাড়তে রাজি হননি।
পরে বেলা সোয়া ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠি ও পাইপ নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। হামলায় ছাত্ররা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজ মাঠে অবস্থান নেন। তবে ছাত্রীরা মহাসড়কেই অবস্থান করছিলেন। পরে ছাত্রীদের ওপর হামলার চেষ্টা করা হলে ছাত্রীরা বোতলে রাখা মরিচের গুঁড়ার পানি ছিটিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর সাধারণ শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে পাল্টা আক্রমণের চেষ্টা করেন। এ সময় ইটের আঘাতে দাউদকান্দি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা কাগজ পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মো. আলমগীর হোসেন, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সদস্য মো. জিলানীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে সাংবাদিক আলমগীর ও জিলানীকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও বিজিবির সদস্যরা অসংখ্য গুলি ছোড়েন। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চিৎকার ও গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ছাত্রলীগের নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের সময় কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান জানান, পুলিশ ও বিজিবি সদস্যদের হস্তক্ষেপে বেলা তিনটার পর থেকেই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।