ঘোড়াঘাটে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ইঞ্জিনচালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগি-রানীগঞ্জ সড়কের চৌড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধুর নাম বিনয় চন্দ্র দাস (২২) ও জিতু মিয়া (১৬)। বিনয় উপজেলার পালশা ইউনিয়নের পুড়ইল গ্রামের ভিখারী দাসের ছেলে এবং জিতু একই ইউনিয়নের চৌড়িয়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে। দুজনের মধ্যে বয়সের ব্যবধান থাকলেও উপজেলার ডুগডুগি বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজে তাঁরা শ্রমিকের কাজ করতেন। দীর্ঘদিন একসঙ্গে থাকায় তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সন্ধ্যায় মোটরসাইকেল গ্যারেজের যন্ত্রাংশ কিনতে বিনয় ও জিতু মোটরসাইকেলে ডুগডুগি বাজার থেকে রানীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। একই সময় ইঞ্জিনচালিত একটি ভ্যান রানীগঞ্জ বাজার থেকে ডুগডুগি বাজারের দিকে যাচ্ছিল। দুটি গাড়ি ডুগডুগি বাজারের চৌড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা বিনয় ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জিতুকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা প্রক্রিয়াধীন।