হাসপাতালে সাহায্যের কথা বলে মায়ের কাছ থেকে শিশু চুরি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই মাস সাত দিন বয়সের একটি শিশু চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। চুরি হওয়া শিশুটির নাম আবদুর রহমান। সে উপজেলার মীরওয়ারিশপুর গ্রামের চৌকিদার বাড়ির লিটন মিয়ার ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে শিশুটির মা জান্নাতুল ফেরদাউস (১৯) তাঁর দুই মাস সাত বয়সের শিশুপুত্রকে জ্বরের চিকিৎসা দিতে হাসপাতালে আসেন। সঙ্গে ছিলেন তাঁর (জান্নাতুলের) মা তাজনেহার বেগম। তিনিও চক্ষু চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য এসেছিলেন। মা ও নানি টিকিট সংগ্রহের জন্য দুটি লাইনে দাঁড়ান। এ সময় জরুরি বিভাগের সামনে থাকা আরেক নারী জান্নাতুলকে সহযোগিতার কথা বলে তাঁর শিশুটি নিজের কোলে নিয়ে বেঞ্চে বসেন।
সূত্র জানায়, মায়ের কাছ থেকে নেওয়ার পর কয়েক মিনিট ওই নারী (৪৫) শিশুটিকে নিয়ে বেঞ্চে বসা ছিলেন। এরই মধ্যে শিশুটির মা জান্নাতুল একবার লাইন থেকে এসে তাঁর সন্তানকে দেখে পুনরায় টিকিটের জন্য লাইনে দাঁড়ান। এরই মধ্যে ওই নারী শিশু আবদুর রহমানকে চুরি করে নিয়ে দ্রুত হাসপাতাল থেকে সটকে পড়েন। ওই নারীর সঙ্গে আনুমানিক ছয়-সাত বছরের একটি মেয়েশিশুও ছিল।
জান্নাতুল টিকিট সংগ্রহ করার পর যখন সন্তানকে নিতে আসেন, তখন দেখেন ওই নারী নেই। তখন তাঁর চিৎকার ও আহাজারিতে ঘটনাটি জানাজানি হয় এবং বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা যায়, অপরিচিত ওই নারী জান্নাতুলের শিশুপুত্রকে নিয়ে দ্রুত হাসপাতালের ভেতর থেকে বের হয়ে যান। এরপর তিনি দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল সীমানা অতিক্রম করে ফেনী-নোয়াখালী মহাসড়কের দিকে চলে যান। পরে আর আর তাঁকে দেখা যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক অসীম কুমার দাশ প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি জানার পরপরই থানা-পুলিশকে অবহিত করেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা হাসপাতালের সিসিটিভির ফুটেজ নিয়ে গেছে। ভিডিও ফুটেজে এক নারীকে ওই শিশুকে কোলে নিয়ে দ্রুত পায়ে হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে পালিয়ে যেতে দেখা গেছে। তবে ওই নারীকে শনাক্ত করা যায়নি।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বি এম আজম সুলতান প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে শিশু চুরির খবর পাওয়ার পরপরই তিনি সেখানে যান। এ সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাঁরা এরই মধ্যে শিশুটিকে উদ্ধারে বেগমগঞ্জ উপজেলা ও আশপাশের এলাকায় বার্তা পাঠিয়েছেন। পুলিশের একাধিক দলকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।