ফরিদপুরে গাড়িচাপায় প্রাণ গেল মা–ছেলের, বাবা–মেয়ে আহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত ও বাবা-মেয়ে আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার চরযশোরদী ইউনিয়নের বড় কুমারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন যশোরের অভয়নগর উপজেলার নাওলি গ্রামের শরীফ আজমির বিন কাশেমের স্ত্রী সুমাইয়া আক্তার (৩৫) ও দেড় বছর বয়সী ছেলে আজমির বিন মোহাম্মদ আলী।

আহত ব্যক্তিরা হলেন শরীফ আজমির বিন কাশেম (৪১) ও তাঁর মেয়ে ফাতেমা (৬)। শরিফ আজমির বিন কাশেম ঢাকার একটি মসজিদের ইমাম। মেয়েকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বাবাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবদুল্লাহেল বাকী বলেন, শরিফ আজমির বিন কাশেম একটি মোটরসাইকেলে তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে যশোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বড় কুমারদিয়া এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা সুমাইয়া আক্তার ও ছেলে আজমির বিন মোহাম্মদ আলীর মৃত্যু হয়।

এর আগে আজ মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের দিগনগর তেঁতুলতলা এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়। এদের মধ্যে ৪ জন একই পরিবারের।

এক পরিবারের নিহত চারজন হলেন ফরিদপুরের বোয়ালমারীর বেজিডাঙ্গা গ্রামের রাকিবুল হাসান মোল্লা ওরফে মিলন (৩৫), তাঁর স্ত্রী শামীমা আক্তার ওরফে সুমি (২৩) এবং তাঁদের দুই ছেলে আলবি রোহান (৬) ও আবু সিনান (৩)।

আরও পড়ুন