ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পঞ্চগড় সীমান্তে একজন গ্রেপ্তার
পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ফাইম সাইদ আহমেদ (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি। এ সময় তাঁর কাছ থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার হন তিনি।
গ্রেপ্তার ফাইম সাইদ আহমেদ রাজধানী ঢাকার রায়েরবাজারের পশ্চিম তল্লাবাগ এলাকার বাসিন্দা। গতকাল রাতেই ফাইমকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি। পরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মীরগড় বিওপির হাবিলদার কালিপদ রায় বাদী হয়ে তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে (পাসপোর্ট আইনে) থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার তাঁকে আদালতে তোলার কথা আছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে ফাইম লাগেজ ও ব্যাগসহ মীরগড় সীমান্তের ৪২২ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাবপিলার–সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরের আমতলা এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় বিজিবির মীরগড় বিওপির টহলরত সদস্যরা তাঁকে আটক করে। তবে আটকের পর বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি মাঝে মাঝে ইংরেজি ব্যবহার করে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। তাঁর কাছ থেকে বাংলাদেশি ৩ হাজার ৩০ টাকার বিভিন্ন নোট, ৩০০ ইউএস ডলার, ভারতীয় ৪ হাজার ২৭০ রুপি, চীনের ৩৪৫ ইয়েনসহ দুটি মুঠোফোন জব্দ করা হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ওই ব্যক্তি কখনো ভারত আবার কখনো চীনে যাওয়ার কথা বলছিলেন। তাঁকে কিছুটা হতাশাগ্রস্ত মনে হয়েছে। তাঁর কাছে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুদ্রা ও কিছু গানের সিডি পাওয়া গেছে। পরে ওই ব্যক্তিকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের চেষ্টার মামলা করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী আজ দুপুরে বলেন, ওই মামলায় ফাইমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।