রাজশাহীতে সকালে ঝরল মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি
রাজশাহীতে আজ বৃহস্পতিবার সকালে দুই ঘণ্টা বৃষ্টি হয়েছে। সকাল পৌনে ৭টা থেকে পৌনে ৯টা পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৮ মিলিমিটার। এই ফাল্গুনে জেলায় দ্বিতীয়বারের মতো ঝরল বৃষ্টি।
এর আগে ১৪ ফেব্রুয়ারি রাতে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। আজ অবশ্য বৃষ্টির পরপরই রোদ উঠে যায়।
রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, এটা সাময়িক বৃষ্টি। এ সময়ে বৃষ্টি ঝরে দ্রুতই শেষ হয়ে যায়। তবে চলতি মৌসুমে এটি সর্বোচ্চ বৃষ্টি।
এদিকে ৮ মিলিমিটার বৃষ্টিতে রাজশাহী শহরের রাস্তাঘাটে পানি জমে গেছে। নগরের মোহনপুর এলাকায় সকাল ৯টার দিকে দেখা গেছে, রাস্তায় পানি জমে আছে। মেহেরচণ্ডী দায়রাপাক এলাকার রাস্তাতেও পানি জমে ছিল।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টা ৫০ মিনিটে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি একেবারে থেমে যায় ৮টা ৪৫ মিনিটে। এ সময়ে কখনো বেশি বৃষ্টি হয়েছে, কখনো থেমে গেছে, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
বৃষ্টির পর রাস্তাঘাট, গাছপালায় আটকে থাকা ধুলাবালু পরিষ্কার হয়েছে। এতে গাছের পাতা চকচক করছে।
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত রাজশাহীর কৃষক মনিরুজ্জামান বলেন, এ সময়ে একটু ভারী বৃষ্টি হলে ধানের জন্য ভালো হতো। এ বৃষ্টিতে মাঠে থাকা টমেটো, শর্ষে, আলুর ক্ষতি হবে। তবে আমের জন্য এই বৃষ্টি ভালো।
তবে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) শারমিন সুলতানা বলেন, এ বৃষ্টিতে ফসলের ক্ষতির দিক তেমন নেই। মাঠপর্যায় থেকে এখন পর্যন্ত ফসলের ক্ষতির তথ্য আসেনি। পরে আরও বিস্তারিত বলা যাবে।