হলুদের কৌটার সূত্র ধরে ৫ ডাকাত গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় হলুদের কৌটার সূত্র ধরে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ ডাকাতকে গ্রেপ্তারের বিষয়টি গতকাল বৃহস্পতিবার বিকেলে নিশ্চিত করে পুলিশ।

পুলিশের ভাষ্য, আগে থেকেই ডাকাত চক্রটি কোনো বাড়ি লক্ষ্য করে রাতের বেলায় রান্নাঘরে প্রবেশ করে হলুদের গুঁড়ায় চেতনানাশক বড়ির গুঁড়া মিশিয়ে দিত। পরের দিন হলুদ দিয়ে রান্না করা তরকারি খেয়ে বাড়ির সবাই অচেতন হয়ে পড়তেন। এরপর রাতে বাড়ির গ্রিল কেটে প্রবেশ করে ডাকাতি করা হতো।

গ্রেপ্তার পাঁচজন হলেন ফরিদপুরের নগরকান্দা থানার জুঙ্গুরদি গ্রামের রেজাউল ঠাকুর (৪৭), বোয়ালমারী উপজেলার নয়নদিয়া গ্রামের ফারুক মোল্লা (৪০), তেলজুড়ি গ্রামের আমিরুল শেখ (৩২), সালথা থানার কসবাপট্টি গ্রামের ইসহাক মণ্ডল (৩০), কোতোয়ালি থানার ব্রাহ্মণকান্দা গ্রামের সরোজিৎ দত্ত (৫২)।

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, বালিয়াকান্দি উপজেলার বাহিরচর গ্রামে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ডাকাতি করার অভিযোগ পাওয়া যায় ১১ মার্চে। লিটন সরকার নামে কাঁচামাল ব্যবসায়ীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ অনুসন্ধান শুরু করে। বাড়ির পেছনে হলুদের কৌটা পাওয়া যায়। হলুদের কৌটার সূত্র ধরে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করা হয়। পরে বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগী লিটন সরকার বলেন, প্রতিদিনের মতো ৩ মার্চ সকালেও বাড়ির সবাই খাবার খান। খাবার খাওয়ার কিছু সময় পর থেকে তাঁরা ঘুম ঘুম অনুভব করেন। প্রতিবেশীরা তেঁতুল খাওয়ার পরামর্শ দেন। পরে তাঁরা সবাই তেঁতুল খান। রাতে খাওয়াদাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। তাঁদের বাড়িটি একতলা ভবন। রাত সাড়ে ১২টা থেকে রাত ২টার মধ্যে সাত-আটজনের একদল ডাকাত ভবনের কলাপসিবল গেট ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। ডাকাত দল প্রথমেই তাঁর (লিটনের) হাত-পা বেঁধে ফেলে। এরপর বাড়ির অন্যদের জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, তিনটি সোনার চেইন, পাঁচ জোড়া সোনার কানের দুল, তিনটি আংটি ও তিনটি মুঠোফোন নিয়ে যায়।

পুলিশ জানায়, পাঁচজনকে গ্রেপ্তার করা ছাড়াও ডাকাতি করা কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি সোনার গয়না, এক জোড়া কানের দুল, একটি আংটি, বারো আনা গলিত সোনা, একটি লোহার দা, একটি লোহার রড ও একটি মোটরসাইকেল। গ্রেপ্তার ডাকাতদের গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য ডাকাতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।