‘গণিতের ভেতরে প্রবেশ করতে পারলে অনন্য আনন্দ উপভোগ করা যায়’

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো বরিশাল আঞ্চলিক গণিত উৎসবে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে বরিশাল নগরের বিএম স্কুলেছবি: সাইয়ান

বরিশালের শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। আজ সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের ঐতিহ্যবাহী বিএম স্কুল মাঠে শুরু হয় বাংলাদেশে গণিতের এই বড় সবচেয়ে বড় এই আসর। বরিশালের এই আঞ্চলিক উৎসবে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রায় ৪৫০ শিক্ষার্থী অংশ নিয়েছে।

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এই স্লোগানে ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের এ আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। আয়োজনে সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা।

সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গণিত উৎসবের শুরু হয়। উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হেনা রানী বিশ্বাস ও বিএম স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ।

গণিত উৎসবের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন
ছবি: সাইয়ান

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘গণিত অলিম্পিয়াড এখন আর সহশিক্ষা কার্যক্রমের অংশ নয়, এটি আন্তর্জাতিক পাঠ্যক্রমের অংশ। গণিত মানুষকে যুক্তিবাদী করে গণিত একটি উন্নত আধুনিক ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে সাহায্য করে। তাই নতুন প্রজন্মকে গণিতচর্চার দিকে বেশি বেশি সময় দিতে হবে। আমাদের অনেকে এখনো গণিতকে ভীতিকর মনে করে। কিন্তু এটা সঠিক নয়। গণিত অবশ্যই একটি মজার বিষয়, উপভোগ্য বিষয়।’

অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, গণিতের ভেতরে প্রবেশ করতে পারলে জীবনের এক অনন্য আনন্দ উপভোগ করা যায়। তাই গণিতকে ভীতিকর বিষয় হিসেবে নয়, বরং একটি উপভোগ্য বিষয় হিসেবে চর্চায় আগ্রহী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি ধারাবাহিকভাবে গণিত অলিম্পিয়াড আয়োজনের উদ্যোগ নেওয়া ডাচ্-বাংলা ও প্রথম আলোকে ধন্যবাদ জানান।

গণিতকে ভীতিকর বিষয় হিসেবে নয়, বরং একটি উপভোগ্য বিষয় হিসেবে চর্চায় আগ্রহী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান অতিথিরা
ছবি: সাইয়ান

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয়েছে শিক্ষার্থীদের গণিতের পরীক্ষা। পরীক্ষা শেষে হবে কুইজ ও প্রশ্নোত্তর পর্ব। এই পর্বে অংশ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের গণিত বিভাগের শিক্ষকেরা।