গোয়ালন্দে মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় কৃষকের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের চাপায় লোকমান ব্যাপারী নামের এক কৃষক মারা যান। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার রমজান মাতুব্বরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত লোকমান ব্যাপারী (৭৫) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বরপাড়ার মৃত মইজ উদ্দিন ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর পৌনে ১২টার দিকে কৃষক লোকমান ব্যাপারী বাড়ির সামনে মহাসড়কের পশ্চিম পাশ থেকে পার হয়ে পূর্ব দিকে যাচ্ছিলেন। এ সময় দৌলতদিয়া ঘাটগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। তিনি গুরুতর আহত হয়ে মহাসড়কের এক পাশে ছিটকে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে দ্রুত ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তিনি মারা যান।

আহ্লাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মো. জিল্লুর রহমান জানান, সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাসের চাপায় লোকমান ব্যাপারী মারা যান। খবর পেয়ে দৌলতদিয়া ফেরিঘাট থেকে বাসটি জব্দ করা হয়। তবে তার আগেই চালক বাস থেকে পালিয়ে যান। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মর্গে নিহত লোকমান ব্যাপারীর লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।