পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান মিয়া আর নেই

মো. শাহজাহান মিয়া
ছবি: সংগৃহীত

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ মো. শাহজাহান মিয়া (৮৫) আর নেই। আজ শনিবার সকাল ৬টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মো. শাহজাহান মিয়ার ছোট ছেলে ও জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান রনি প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মো. শাহজাহান মিয়া পটুয়াখালী-১ আসন থেকে ১৯৯৬, ২০০৮ ও ২০১৮ সালে তিনবার নির্বাচিত সংসদ সদস্য। তিনি ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পটুয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন মো. শাহজাহান মিয়া। তাঁর পরিবারের সদস্যরাও রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বড় ছেলে মনিরুজ্জামান বাচ্চু জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। মেজ ছেলে মো. তারিকুজ্জামান মনি জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।