টাইমলাইন দিয়ে ভোটের দাবির সঙ্গে বিচার ও সংস্কারের দাবিও করুন: হাসনাত আবদুল্লাহ
যেসব রাজনৈতিক দল টাইমলাইন দিয়ে ভোটের দাবি জানাচ্ছে, তাদের একইভাবে টাইমলাইন দিয়ে বিচার ও সংস্কারের দাবি জানানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আজ শনিবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর আইডিয়াল স্কুলের মাঠে এনসিপি আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘দুর্নীতিমুক্ত দেবীদ্বার, বৈষম্যহীন সমাজব্যবস্থা, অর্থনৈতিক অগ্রসরতা, কৃষিতে স্বয়ংসম্পন্ন, শিল্পায়ন ও বাণিজ্যে উন্নয়ন এবং সামাজিক সুবন্দোবস্ত আইনের শাসন গড়ার লক্ষ্যে’ স্থানীয় ইউছুফপুর ইউনিয়ন এনসিপি এ সভার আয়োজন করে।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কেউ আমার দিকে পাথর ছুড়ে মারলে, আমি তাঁর দিকে ফুল ছুড়ে নিজের বুকে টেনে নেব। কারণ, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। প্রতিহিংসার রাজনীতি থেকে অনেকেই আমার পোস্টার ছিঁড়েছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাঁকে সম্মান দেন, ওপরে ওঠান, তাঁকে কেউ টেনে ধরে রাখতে পারে না। আমাদের প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে সরে আসতে হবে। প্রতিহিংসার রাজনীতি, সহিংসতার রাজনীতি কখনো ভালো কিছু করে না। আমি দেবীদ্বারে ভেসে আসি নাই, দেবীদ্বারে আমার জন্ম। আমি দেবীদ্বারের সন্তান। তাই আমার সঙ্গে প্রতিহিংসার রাজনীতি করবেন না।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই-আগস্টের অভ্যুত্থানের আগে আমরা দেখেছি, মাহফিল থেকে হুজুরদের দাড়ি টেনে টেনে নামিয়ে দেওয়া হতো, মাইক বন্ধ করে দেওয়া হতো। আপনারা দেখেছেন এক, দেড় শ কোটি টাকা খরচ করে এমপি হয়েছেন অনেকে। জুলাই-আগস্টের আন্দোলনে যে ছেলেরা রাস্তায় বুকের তাজা রক্ত দিয়েছে, তারা এমপি হতে চায় নাই, ক্ষমতা চায় নাই। তারা দেশের সংস্কার চেয়েছিল। ওরা চেয়েছিল, দেশে বাক্স্বাধীনতা থাকবে, ভোটাধিকার থাকবে এবং খুনিদের বিচার হবে। কিন্তু আপনারা বিচার ও সংস্কার বাদ দিয়ে টাইমলাইন দিয়ে ভোটের দাবি জানাচ্ছেন।’
দেশের ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা যেভাবে টাইমলাইন করে ভোটের দাবি জানাচ্ছেন, ঠিক সেভাবে টাইমলাইন করে ভোটের দাবির সঙ্গে বিচার ও সংস্কারের দাবিও করুন। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছেন, ঠিক একইভাবে বিচার ও সংস্কারের দাবি জানান।’
পরিচিতি সভার আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ নোমান সরকারের সভাপতিত্বে ও মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা এনসিপির প্রধান তত্ত্বাবধায়ক জামাল মোহাম্মদ কবীর, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান, স্থানীয় এনসিপির নেতা শামীম কাউছার, মো. লতিফ মিয়া, পদ্মা গ্রুপের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ট্যাক্সেসন মো. কামাল উদ্দিন ভূঁইয়া।