বরিশালে বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় বিএনপির দুই পক্ষের হাতাহাতি

সভা স্থগিতের ঘোষণার পর হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল গাফফার তালুকদারের নেতৃত্বে একাংশের নেতা–কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন
ছবি: প্রথম আলো

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত হিজলা উপজেলা বিএনপির প্রস্তুতি সভায় বিএনপির দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সভায় প্রধান অতিথি উপস্থিত হওয়ার আগেই সভা পণ্ড হয়ে গেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নগরের সদর রোড কীর্তনখোলা মিলনায়তনে এ ঘটনা ঘটে।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমাবেশ আয়োজক কমিটির সমন্বয়কারী বিলকিস আক্তার জাহান উপস্থিত থাকার কথা ছিল। এদিকে সভা স্থগিতের ঘোষণার পর দুপুর সাড়ে ১২টার দিকে নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল গাফফার তালুকদারের নেতৃত্বে একাংশের নেতা–কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন।

দলীয় সূত্র জানায়, আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ বেলা সাড়ে ১১টার দিকে হিজলা উপজেলা বিএনপি প্রস্তুতিমূলক কর্মিসভার আয়োজন করে। তবে সভার প্রধান অতিথি বিলকিস আক্তার জাহান ও বিশেষ অতিথি কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক সভাস্থলে পৌঁছানোর আগেই আমন্ত্রণ ছাড়া কয়েকজন নেতা-কর্মী সভাকক্ষে ঢুকলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতা দেওয়ান মনিরের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী সভাকক্ষে প্রবেশ করেন। তাঁরা কেউ সভায় আমন্ত্রিত ছিলেন না। দেওয়ান মনির উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষর জাল করে তাঁর সমর্থকদের আমন্ত্রণ কার্ড বিতরণ করে সভায় নিয়ে আসেন। তখন অন্য নেতা-কর্মীরা এর প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ ও সদস্যসচিব মিজানুর রহমান সভামঞ্চে ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভা স্থগিত ঘোষণা করা হয়।

আসাদুজ্জামান বলেন, দলের শীর্ষ নেতার সঙ্গে অশালীন আচরণ করায় দেওয়ান মনিরকে অনেক বছর আগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু তিনি নিজেকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাবি করে আসছেন।

তবে মনির দেওয়ান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি একাই সভাকক্ষে এসেছিলেন। তাঁর সঙ্গে কেউ ছিলেন না। তবে বিএনপির সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী নিজেদের উদ্যোগে সভাকক্ষে প্রবেশ করায় চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা হয়েছে। তাঁকে বহিষ্কার করার তথ্যও সঠিক নয় বলে দাবি করেন তিনি।

হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল গাফফার তালুকদার বলেন, সভায় কিছুটা বিশৃঙ্খলা হয়েছে। তাই তাৎক্ষণিকভাবে সভাটি স্থগিত করা হয়েছে।

বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ বলেন, আমন্ত্রিত তালিকার বাইরে অনেক নেতা-কর্মী প্রবেশ করায় কর্মিসভায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ কারণে সভা স্থগিত করা হয়েছে। পরে আবারও সভার তারিখ জানানো হবে।