নরসিংদীতে শিল্পমন্ত্রীসহ নৌকার চার প্রার্থী জয়ী, একটিতে ঈগল

নরসিংদী-৪ আসনে বিজয়ী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের চারটিতে নৌকা ও একটিতে ঈগল প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বদিউল আলম বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নরসিংদী-১ (সদর) আসনে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম। মোট ১৩৬ কেন্দ্রের ঘোষিত ফলাফলে মোহাম্মদ নজরুল ইসলাম (নৌকা) ৯২ হাজার ৮১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুজ্জামান (ঈগল) ৫৪ হাজার ৩১৫ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ৩৮ হাজার ৪৯২।

আরও পড়ুন

নরসিংদী-২ (পলাশ) আসনে বিশাল ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুল আশরাফ খান। এই আসনের মোট কেন্দ্র ৯০। আনোয়ারুল আশরাফ (নৌকা) ৮৬ হাজার ৯৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এন এম রফিকুল ইসলাম (লাঙ্গল) ৪ হাজার ৯১৫ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ৮২ হাজার ২৬।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে নির্বাচিত হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা। সিরাজুল ইসলাম ৫৯ হাজার ২৯২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বি খান (নৌকা) পেয়েছেন ৪৩ হাজার ২৩২ ভোট। ভোটের ব্যবধান ১৬ হাজার ৬০।

নির্বাচনে জেলাটিতে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে। শেষ পর্যন্ত জয় পেয়েছেন নৌকার প্রার্থী শিল্পমন্ত্রীর নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ১৫৮টি কেন্দ্রের সব কটির ঘোষিত ফলাফলে দেখা যায় নূরুল মজিদ পেয়েছেন ৭৯ হাজার ৩০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল ইসলাম খান বীরু (স্বতন্ত্র) পেয়েছেন ৭০ হাজার ৬২০ ভোট। ভোটের ব্যবধান ৮ হাজার ৬৮২।

তবে আসনটিতে একটি কেন্দ্রে ১২টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়ার অভিযোগে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। কেন্দ্রটি বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী রাজিউদ্দিন আহমেদ। এই আসনের মোট কেন্দ্র ১৬৩। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে রাজিউদ্দিন আহমেদ (নৌকা) ১ লাখ ১১ হাজার ৭৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (ঈগল) ৬৪ হাজার ৭৭ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ৪৭ হাজার ৬৭৯।