যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ভাই-বোনের

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলায় নবনির্মিত বাড়ি দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই–বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ভাই–বোন হলো উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামের কবির হোসেনের ছেলে আবু হোসাইন (১৩) ও মেয়ে জান্নাতুল নাঈম (৪)। তাদের মধ্যে আবু হোসাইন যশোর জিলা স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

কবির হোসেন জানান, তিনি সেনাবাহিনীতে চাকরি করেন। বর্তমানে যশোর ক্যান্টনমেন্টে কর্মরত। পরিবার নিয়ে তিনি যশোরের রায়পাড়া তেঁতুলতলা এলাকায় বসবাস করেন। ভদ্রডাঙ্গায় তাঁর গ্রামের বাড়ি। সেখানে কয়েক দিন আগে তিনি একতলা একটি বাড়ি বানিয়েছেন। বাড়িটি দেখতে আজ সকালে সপরিবার সেখানে যান।

কবির হোসেন বলেন, বেলা ১১টার দিকে ওই বাড়ির ছাদে দুই ভাই–বোন খেলা করছিল। এ সময় বাড়ির নিচতলায় করা একটি দোকানের সাইনবোর্ডের ওপরের অংশে হাত লেগে ছেলে আবু হোসাইন বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন মেয়ে জান্নাতুল নাঈম তার ভাইয়ের গায়ে হাত দিলে সে–ও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফিরোজ উদ্দীন নবনির্মিত বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।