ছাত্রলীগ নিয়ে ‘অস্বস্তিতে’ আ.লীগ, চাঙা বিএনপি

নানা ইস্যুতে বছর জুড়ে উত্তপ্ত ছিল রাজনীতির মাঠ। আ.লীগ ও বিএনপি দুই পক্ষ ছিল সরব।

নানা ঘটনা আর অঘটনের মধ্য দিয়ে ২০২২ সাল কেটেছে বগুড়ার মানুষের। নানা ইস্যুতে বছর জুড়ে উত্তপ্ত ছিল রাজনীতির মাঠ। বছরের শেষভাগে জেলা ছাত্রলীগের নতুন কমিটির বিপক্ষে একাংশের আন্দোলনের কারণে অস্বস্তিতে পড়ে জেলা আওয়ামী লীগ। এ সংকট কাটাতে শেষ পর্যন্ত দলীয় নেতাদের হস্তক্ষেপ করতে হয়। অন্যদিকে নতুন কমিটি, বিভাগীয় সম্মেলন নিয়ে মাঠে সরব ছিল বিএনপি।

ভোট গণনার সময় গুলিতে নিহত ৪

বছরের শুরুতে গাবতলী উপজেলায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে গুলিতে রিকশাচালক, দিনমজুর ও গৃহিণীসহ চারজন নিহত হন, যা দেশজুড়ে আলোচিত হয়। ৬ জানুয়ারি গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যক্তিরা বলেন, ভোট গ্রহণ শেষে গণনা না করেই ব্যালট বাক্স উপজেলা সদরে নিতে চাইলে ভোটারেরা তাতে বাধা দেন। ফলাফল ঘোষণার দাবি করেন। একপর্যায়ে কেন্দ্রের বাইরে সড়ক অবরোধ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে লাঠিপেটা করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে জনতা ভোট কেন্দ্র ঘেরাও করলে পুলিশ-বিজিবি ভোটকক্ষের জানালা দিয়ে গুলি ছুড়লে ঘটনাস্থলেই গৃহবধূ কুলসুম, সবজি বিক্রি করতে আসা কৃষক আবদুর রশিদ, দিনমজুর খোরশেদ এবং রিকশাচালক আলমগীর নিহত হন।

‘ভাতের বিনিময়ে পড়াতে চাই’

গত জানুয়ারি মাসে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ এলাকায় জহুরুলনগরের একটা বাড়ির প্রাচীরে ‘শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ লেখা পোস্টার সাঁটিয়ে দেশজুড়ে আলোচিত হন আলমগীর হোসাইন। পড়াশোনা শেষে হন্যে হয়ে একটা ভালো চাকরি খুঁজেছেন, কিন্তু পাননি। অন্যের বাসায় জায়গির হিসেবে কোনোরকমে মাথা গোঁজার ব্যবস্থা হয়। সন্ধ্যায় একটি বাসায় ছাত্র পড়ানোর বিনিময়ে রাতের খাবার খান।পরে বগুড়ার পুলিশ সুপারের উদ্যোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান চাকরি হয় আলমগীরের।

ছাত্রলীগের একাংশের বিক্ষোভ

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নগর। ৭ নভেম্বর বগুড়া জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এদিন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৩০ জনের নাম ঘোষণা করে। কমিটি ঘোষণার পরপরই শহরের টেম্পল সড়কে আওয়ামী লীগের কার্যালয়ে জড়ো হন পদবঞ্চিত ও কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতারা। ওই ভবনে ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের কার্যালয়। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কমিটি প্রত্যাখ্যান করে ওই ভবনের ফটকে তালা লাগিয়ে দেন। এরপর লাগাতার আন্দোলন ও বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।

জেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে এক মাসের বেশি সময় কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখে বঞ্চিত অংশের নেতা-কর্মীরা। শহীদ বুদ্ধিজীবী দিবসে পুলিশের সহযোগিতায় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তালা ভেঙে কার্যালয়ের নিয়ন্ত্রণ নেন।

চাঙা বিএনপি

বছরের শেষ দিকে ৩ ডিসেম্বর রাজশাহীতে বিভাগীয় গণসমাবেশ এবং ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ ঘিরে হঠাৎ চাঙা হয়ে ওঠে বিএনপির রাজনৈতিক অঙ্গন। দলের নেতারা বলেন, রাজশাহী ও ঢাকার সমাবেশকে কেন্দ্র করে বগুড়ার ১২টি থানায় ককটেল হামলার অভিযোগে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ১৩টি ‘গায়েবি’ মামলা হয়। এসব মামলায় বিএনপির প্রায় ৬০০ নেতা-কর্মীকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি করা ৭০০ জনকে। তারপরও তাঁরা মাঠে ছিলেন সরব। এর আগে ২ নভেম্বর জেলা বিএনপির সম্মেলন হয়। বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা সভাপতি এবং আলী আজগর তালুকদার হেনা সম্পাদক নির্বাচিত হন।

দেনমোহর ১০১টি বই

বিয়ের কাবিননামায় দেনমোহর হিসেবে ১০১টি বই নিয়ে আলোচনায় আসেন নিখিল নওশাদ ও সান্ত্বনা খাতুন দম্পতি। দুজনেই পড়াশোনা করেছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে। কবিতার সূত্র ধরেই পরিচয় হয় নিখিল-সান্ত্বনার। পরিচয় থেকে ভালো লাগা, ভালোবাসা। শেষে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন। তখন সান্ত্বনা শর্ত দেন, দেনমোহর হিসেবে ১০১টি প্রিয় বই উপহার দিতে হবে। প্রিয় বইয়ের তালিকাও দেন নিখিলের হাতে। ১৬ সেপ্টেম্বর নিখিল-সান্ত্বনার বিয়ে সম্পন্ন হয়।