ভোলায় পুলিশ ও বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া, ক্লিনিক ভাঙচুর

ভোলায় জুমার নামাজের পর হরতালের সমর্থনে বিএনপি মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে পাল্টাপাল্টি ধাওয়া হয়। আজ দুপুরে ভোলার সদর রোডে
ছবি: সংগৃহীত

ভোলায় ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মিছিল বের করার পর বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে ভোলা শহরের উকিলপাড়া নিজাম হাসিনা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে বিএনপি নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে অতিরিক্ত পুলিশ এসে ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর ভোলা শহরের নিজাম-হাসিনা ফাউন্ডেশন জামে মসজিদ থেকে বের হয়ে জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমের নেতৃত্বে বিএনপির ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মী মিছিল বের করেন। এ সময় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞাসহ কয়েকজন পুলিশ সদস্য তাঁদের বাধা দিয়ে মিছিলের ব্যানার ছিনিয়ে নিয়ে যান। পুলিশের বাধা অতিক্রম করে মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা শহরের বাংলাস্কুল মোড়ের দিকে এগিয়ে যান। পরে সেদিক থেকে পুলিশ আসতে দেখে দৌড়ে পালিয়ে যান। এর মধ্য থেকে কিছু নেতা-কর্মী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ উকিলপাড়ায় অবস্থিত বেসরকারি ক্লিনিক ল্যাবএইড ডায়াগনস্টিকের ভেতরে প্রবেশ করলে বিএনপির নেতা-কর্মীরা ক্লিনিক লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে ক্লিনিকের দরজা-জানালার গ্লাস ভেঙে যায়। পরে অতিরিক্ত পুলিশ এলে মিছিলকারীরা পালিয়ে যান।

আরও পড়ুন

বিএনপির কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শনিবার সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে তারা। মিছিলে ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, বশির হাওলাদার, লোকমান গোলদার, সদস্য ইয়ারুল আলম ওরফে লিটন, তরিকুল ইসলাম কায়েদ, মাহে আলম, মহাসিন, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ওরফে মনিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মনির হোসেন মিঞা বলেন, এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হননি। শহরে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত আছে।

আরও পড়ুন