পটুয়াখালীতে শিক্ষার্থী হৃদয় হত্যার বিচার চেয়ে সহপাঠীদের বিক্ষোভ
পটুয়াখালীর বাউফলের নবারুণ সার্ভে অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী হৃদয় কবিরাজের (২২) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তাঁর সহপাঠীরা। আজ বুধবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
হৃদয় বাউফলের দাসপাড়া গ্রামের হরেন্দ্র নাথ কবিরাজ ও মমিতা রানী দম্পতির ছেলে। তিনি উপজেলার নবারুণ সার্ভে অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সপ্তম সেমিস্টারের ছাত্র ছিলেন। দুই ভাই-বোনের মধ্যে বড় ছিলেন হৃদয়। চলতি বছরের ১১ জুলাই তিনি নিখোঁজ হন। নিখোঁজের ১৭ দিন পর ২৯ জুলাই বাউফলের নওমালা খাল থেকে হৃদয়ের মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
হৃদয়কে হত্যা করা হয়েছে দাবি করে মানববন্ধনে তাঁর সহপাঠীরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসি চেয়েছেন। ‘পটুয়াখালীর ছাত্রবৃন্দ’-এর ব্যানারে বেলা একটায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন নবারুণ সার্ভে ও পলিটেকনিক ইনস্টিটিউটের সার্ভে বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র মাহফুজুর রহমান (নিশাদ), একই বিভাগের অষ্টম সেমিস্টারের ছাত্র কিশোর চন্দ্র শীল ও প্রাক্তন ছাত্র আবির কর্মকার।
বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন হৃদয় কবিরাজের বাবা হরেন্দ্র কবিরাজ, চাচা আদিত্য কবিরাজ, চাচাতো ভাই আকাশ কবিরাজ, ভগ্নিপতি শিমু মিস্ত্রিসহ নবারুণ সার্ভে ও পলিটেকনিক ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী। এর আগে নিহত হৃদয়ের সহপাঠীরা শহরে হৃদয় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেছেন। হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বাবা হরেন্দ্র কবিরাজ বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাউফল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন প্রথম আলোকে বলেন, প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে হৃদয়কে হত্যা করা হয়েছে। হৃদয় হত্যার প্রধান আসামি এলাকার জাফর খানকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। জাফরের স্বীকারোক্তি এবং তথ্যানুযায়ী হৃদয়ের লাশ, মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত খাঁজুরবাড়িয়া গ্রামের আবু বক্কর (২৫), রাকিব প্যাদা (২২) ও কাওছার মৃধাকে (২২) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা বলেন, প্রধান আসামি জাফর ১৬৪ ধারায় আদালতের বিচারকের সামনে হৃদয়কে খুন করার কথা স্বীকার করে ঘটনার পূর্ণাঙ্গ বর্ণনা দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এই মুহূর্তে প্রকাশ করা যাবে না।