বগুড়ায় হামলা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম আবদুল্লাহ আল মামুন (৩২)। তিনি উপজেলার গাড়িদহ ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।

থানা-পুলিশ সূত্র জানায়, আজ শুক্রবার দুপুর ১২টায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ জুলাই শহরের ধুনট রোড মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বিস্ফোরণ ঘটিয়ে হামলার অভিযোগে ২ নভেম্বর থানায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার বাদী ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিফাত সরকার। তাঁর বাড়ি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকায়। মামলায় এজাহারনামীয় আসামির সংখ্যা ছিল ১৪৭। মামলায় অজ্ঞাতনামা আসামির সংখ্যা অনেকে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এই হামলার ঘটনার সঙ্গে মামুন জড়িত ছিলেন বলে তদন্তে পাওয়া গেছে। এ জন্য থানা-পুলিশের অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পর তাঁকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।